Logo
Logo
×

রাজনীতি

চট্টগ্রামে মহিলা দলের র‌্যালিতে পুলিশের বাঁধা, নেত্রী লাঞ্ছিত

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৭ এএম

চট্টগ্রামে মহিলা দলের র‌্যালিতে পুলিশের বাঁধা, নেত্রী লাঞ্ছিত

প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি শেষে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা

চট্টগ্রাম নগরীতে মহিলা দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে পুলিশি বাঁধা ও নারীনেত্রীদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি কাউন্সিলর মনোয়ারা বেগম মনি এ অভিযোগ তোলেন।

সোমবার বিকালে নগরীর কাজীর দেউরী মোড় থেকে র‌্যালিসহ বিএনপির নারীনেত্রীরা নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

এ ঘটনার চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

চট্টগ্রাম মহানগর মহিলা দলের উদ্যোগে আয়োজিত র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। এতে সভাপতিত্ব করেন নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি।

মনোয়ারা বেগম মনি বলেন, মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা আয়োজন করা হয়। সভায় যোগ দিতে যাওয়ার সময় শান্তিপূর্ণ র‌্যালিটি পুলিশ আটকে দেয়। এ সময় পুরুষ পুলিশ সদস্যরা  বিএনপির নারীনেত্রীদের গায়ে ধাক্কা দিয়ে সড়ক থেকে ফুটপাতে তুলে দেয়।

তিনি আরও বলেন, র‌্যালিটি নগরীর কাজির দেউরী মোড় সংলগ্ন ভিআইপি টাওয়ার মার্কেটের সামনে আসলে পুলিশ বাঁধা দেয়। পুলিশের নারী সদস্যরা এ সময় দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করছিল।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। এছাড়া নগর মহিলা দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরীর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নগর বিএনপির সহ-সভাপতি এমএ আজিজ, যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটনসহ মহিলা দল নেতৃবৃন্দ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম