![সুষমা স্বরাজের মৃত্যুতে বিএনপির শোক](https://cdn.jugantor.com/assets/news_photos/2019/08/08/image-208506-1565246924.jpg)
ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক শোকবার্তায় সুষমা স্বরাজের আত্মার শান্তি কামনা করার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বার্তায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সুষমা স্বরাজের ব্যক্তিগত আন্তরিক সৌহার্দপূর্ণ সম্পর্কের কথাও স্মরণ করেন বিএনপি মহাসচিব।
বুধবার রাজধানীর বারিধারায় ভারতীয় হাই কমিশনে বিএনপির শোকবার্তাটি পৌঁছে দেয়া হয় বলে জানিয়েছে দলের পররাষ্ট্র বিষয়ক কমিটি।
মঙ্গলবার রাতে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে মারা যান বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। তার বয়স হয়েছিল ৬৭ বছর।