Logo
Logo
×

রাজনীতি

আ’লীগের বিশেষ যৌথসভা মঙ্গলবার

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৫ আগস্ট ২০১৯, ০১:৫১ পিএম

আ’লীগের বিশেষ যৌথসভা মঙ্গলবার

আগামীকাল মঙ্গলবার আওয়ামী লীগের এক বিশেষ যৌথসভা অনুষ্ঠিত হবে। 

বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ বিশেষ যৌথসভা অনুষ্ঠিত হবে।

সোমবার দলটির উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সব সদস্য, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের অন্তর্গত সব থানা এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও সব দলীয় কাউন্সিলর, আওয়ামী লীগদলীয় ঢাকা মহানগরের অন্তর্গত সব সংসদ সদস্য উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই বিশেষ সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম