Logo
Logo
×

রাজনীতি

দ্বিতীয় দিনেও এরশাদের মৃত্যুতে শোক বইতে স্বাক্ষর দূতাবাস প্রতিনিধিদের

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৬ জুলাই ২০১৯, ০৮:৪৭ এএম

দ্বিতীয় দিনেও এরশাদের মৃত্যুতে শোক বইতে স্বাক্ষর দূতাবাস প্রতিনিধিদের

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। ফাইল ছবি

সাবেক রাষ্ট্রপতি, বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে দ্বিতীয় দিনের মতো বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও দূতাবাসের প্রতিনিধি শোক বইয়ে স্বাক্ষর করেছেন। 

মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে এসে তারা শোক বইয়ে স্বাক্ষর করেন। 
 
তুরস্কের রাষ্ট্রদূত, সুইডেনের রাষ্ট্রদূত, মালদ্বীপের রাষ্ট্রদূত, ভ্যাটিক্যান সিটির রাষ্ট্রদূত, মালয়েশিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার, ওমানের চার্জ দ্যা অ্যাফেয়ার্স, জাপানের চার্জ দ্যা অফেয়ার্স, রাশিয়ার প্রথম সচিব, থাইল্যান্ডের চার্জ দ্যা অফেয়ার্স, আরব আমিরাত দূতাবাসের প্রতিনিধি, সৌদি আরব দূতাবাসের প্রতিনিধি, নেপাল দূতাবাসের প্রতিনিধি, নরওয়ে দূতাবাসের প্রতিনিধি ও ফ্রান্সের দূতাবাসের প্রতিনিধি বনানী অফিসে এসে শোক বইয়ে স্বাক্ষর করেন।
 
তারা শোক বইয়ে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। 
এ ছাড়া নিজ নিজ দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে হুসেইন মুহম্মদ এরশাদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।  পল্লীবন্ধুর আদর্শ ধারণ করে জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। 
 
রাষ্ট্রদূতরা হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার শান্তি কামনা করেছেন। পাশাপাশি শোকার্ত পরিবার এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের প্রতি সমবেদনা জানান।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং পার্টি চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায়, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মেজর (অব) আশরাফ-উদ-দৌলা, মাহমুদুর রহমান, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম