Logo
Logo
×

রাজনীতি

গুলশানের আজাদ মসজিদে এরশাদের কুলখানি বুধবার

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৬ জুলাই ২০১৯, ০৬:০৮ পিএম

গুলশানের আজাদ মসজিদে এরশাদের কুলখানি বুধবার

সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ। ফাইল ছবি

রাজধানীর গুলশানের আজাদ মসজিদে সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের কুলখানি বুধবার অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার জাতীয় পার্টির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

এতে বলা হয়, বুধবার বাদ আছর হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনায় সবাইকে কুলখানিতে অংশ নিতে জাতীয় পার্টির মহাসচিব ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত, রোববার সকাল পৌনে ৮টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।  তার বয়স হয়েছিল ৮৯ বছর।  তিনি রক্তে সংক্রমণসহ লিভার জটিলতায় ভুগছিলেন। 

রোববার বাদ জোহর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এর পর সোমবার বেলা ১১টায় জাতীয় সংসদে দ্বিতীয় এবং বাদ আসর বায়তুল মোকাররম মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে মঙ্গলবার বিমানবাহিনীর হেলিকপ্টারে করে রংপুরে নিয়ে সেখানে চতুর্থ জানাজা শেষে তার মরদেহ পল্লী নিবাসে দাফন করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম