Logo
Logo
×

রাজনীতি

আমাকে খুব আদর ও স্নেহ করতেন এরশাদ: শামসুজ্জামান মুকুল

Icon

পল্লীনিবাস থেকে রাব্বী হাসান সবুজ, বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০১৯, ১১:৫৭ পিএম

আমাকে খুব আদর ও স্নেহ করতেন এরশাদ: শামসুজ্জামান মুকুল

হুসেইন মুহম্মদ এরশাদের চাচাতো ভাই শামসুজ্জামান মুকুল

জাতীয় পার্টির চেয়ারম্যান, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের চাচাতো ভাই শামসুজ্জামান মুকুল।

রংপুরের দর্শনা মোড়ে অবস্থিত পল্লীবন্ধুখ্যাত এরশাদের ‘পল্লীনিবাস’ অবস্থিত। সেখানে গিয়ে দেখা হলো তার সঙ্গে।

পল্লীনিবাসের একটি কোণে বসে কাঁদছেন তিনি। তারপাশে বসে ‘পল্লীবন্ধু’ কথাটি উচ্চারণ করাতেই শামসুজ্জামান মুকুল এই প্রতিবেদকের হাত ধরে হাউমাউ করে কেঁদে দিলেন।

কাঁদছেন আর ছোট্ট বেলা থেকে পল্লীবন্ধু এরশাদের সঙ্গে তার কাটানো স্মৃতিগুলো প্রতিবেদকের সামনে তুলে ধরলেন।

শামসুজ্জামান মুকুল বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বাবার ছোট ভাইয়ের সব ছোট ছেলে ছিল। পরিবারের সবার ছোট হওয়ায় তিনি আমাকে খুব আদর ও স্নেহ করতেন। তার পড়াশোনার হাতেখড়ি সাবেক এই রাষ্ট্রপ্রধানের হাত ধরেই।

তিনি বলেন,  আমি উনার (এরশাদ) চাচাতো ভাই বলে যে শুধু আমাকে ভালোবাসতেন তা না পরিবারের সব সদস্যের তিনি নিয়মিত খোঁজ খবর নিতেন। রংপুরে এলে তিনি রংপুরের সবার খোঁজ নেয়ার চেষ্টা করতেন।

এরশাদের চাচাতো ভাই বলেন, ১৯৮৪ সাল থেকে আমি এরশাদ সাহেবের পৈত্রিক ভিটেমাটি দেখাশোনা করছি৷ তিনি সিএমএইচে ভর্তি হওয়ার আগেরদিন আমাকে বললেন শামসুজ্জামান আমার মৃত্যুর আগে থেকে যেমন তুমি পৈতৃক ভিটেমাটি দেখাশোনা করছো আমার মৃত্যুর পরেও এসব দেখাশোনা করতে হবে। তোমার মাধ্যমেই এসব সম্পত্তি রক্ষণাবেক্ষণ করতে হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম