মেধাবী কন্যা শিক্ষার্থীদের মধ্যে প্রণোদনা প্রদান করেন আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী
আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনার হাতে যাদু আছে, তাই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।’
রোববার সকালে নিজ নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের কাপাসিয়া শহিদ স্মৃতি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে মেধাবী কন্যা শিক্ষার্থীদের মধ্যে প্রণোদনা প্রদান ও গরিব অসহায় নারীদের মাঝে ঈদুল ফিতরের শাড়ি বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ১৯৯৬ সালে সরকার গঠন করে ১৯৯৮ সালে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। তখন মানুষ কম ছিল মাটি বেশি ছিল। কিন্তু ২০০১ সালে দেশে আবার খাদ্য ঘাটতি দেখা দেয়। ২০০৯ সালে সরকার গঠন করে আমরা ফের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। কিছু রফতানিও করছি।
‘নেপালে ভূমিকম্পের সময় আমরা সাহায্য করেছি। বাংলাদেশ কোনোদিন অন্য দেশকে খাদ্য দিয়ে সাহায্য করবে, এটা আমাদের পূর্ব পুরুষরাও ভাবেননি। আজকে জমি কম মানুষ বেশি, তারপরও আমরা এই অসাধ্য সাধন করতে সক্ষম হয়েছি। শেখ হাসিনা নিজের যোগ্যতা দিয়েই দেশটাকে এই জায়গায় এগিয়ে নিয়ে গেছেন।’
মতিয়া চৌধুরী বলেন, ‘সারা পৃথিবীতে রোগ-প্লেগ হয়, কলেরা হয়, গুটি বসন্ত হয়। ঠিক তেমনি একটি রোগ হচ্ছে জঙ্গিবাদ। এই জঙ্গিবাদ আমাদের অনেক অগ্রগতিকে নষ্ট করে দিতে চায়। ঈদের জামায়াতে বোমা মেরে ইসলাম কায়েম করতে চায়। শবে বরাতের রাতে বাসে, ট্রেনে প্রেট্রোল বোমা মেরে ইসলাম কায়েম হয়, এটা আমরা কেন, কোনো মুসলমান বিশ্বাস করে না।’
সাবেক এই মন্ত্রী তার নিজস্ব তহবিল থেকে দুটি ইউনিয়নের মেধাবী ১২০ শিক্ষার্থী ও চারশ’ অসহায় নারীদের মাঝে ঈদুল ফিতরের শাড়ি ও থ্রি পিছ বিতরণ করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার(ভূমি) লুবনা শারমীন, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুস সবুর, যুগ্ম সম্পাদক ওয়াজকুরুনী, সাংগঠনিক সম্পাদক, আবদুল লতিফ, আসমা তারা আসমা, ফারুক আহাম্মেদ বকুল, অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার প্রমুখ।