Logo
Logo
×

রাজনীতি

পীযূষ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের দাবি ইসলামী আন্দোলনের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০১৯, ০৪:০৬ পিএম

পীযূষ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের দাবি ইসলামী আন্দোলনের

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ। ফাইল ছবি

দাড়ি রাখা, টাখনুর ওপর কাপড় পরা ‘জঙ্গি লক্ষণ’ বলে প্রচারিত ‘সম্প্রীতি বাংলাদেশ’ নামক সংগঠনের  বিজ্ঞাপনে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ। 

গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, ইসলামের আবশ্যক পালনীয় দাড়ি রাখা, টাখনুর ওপর কাপড় পরিধানসহ বেশ কিছু লক্ষণকে জঙ্গি আলামত হিসেবে তুলে ধরে পীযূষ বন্দ্যোপাধ্যায় এ দেশের সম্প্রীতি বিনষ্ট করতে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে। 

সম্প্রীতি বাংলাদেশ সংগঠনের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় এমন বিজ্ঞাপন প্রচার করে ইসলাম ও মুসলমানের হৃদয়ে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে। 

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, ৯৩ শতাংশ  মুসলমানের দেশে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত নিয়ে বেয়াদবি করার স্পর্ধা দেখাবে আর মুসলমানরা নীরবে বসে থাকবে তা হতে পারে না। এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ উক্তি  কোনোভাবেই মানা যায় না। এই বেয়াদবির চরম শাস্তি হতে হবে। 

তিনি অবিলম্বে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে পীযূষ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম