Logo
Logo
×

রাজনীতি

উন্নয়নের নতুন অধ্যায় শুরু করব: আইনমন্ত্রী

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০১৯, ০৫:৪১ পিএম

উন্নয়নের নতুন অধ্যায় শুরু করব: আইনমন্ত্রী

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে বক্তব্য দেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিগত মেয়াদে আখাউড়া-কসবার অনেক উন্নয়ন হয়েছে। আমি এখন উন্নয়নের নুতন অধ্যায় শুরু করব। এ জন্য আমি সবার সহযোগিতা চাই।

নিজ সংসদীয় এলাকার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে শুক্রবার সকালে দলীয় নেতাকর্মী ও উপস্থিত জনতার উদ্দেশে তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, গত ৩১ মার্চ আখাউড়া উপজেলা নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। আপনরা ভোট দিয়ে আওয়ামী লীগ প্রার্থীকে জয়যুক্ত করায় আমি আখাউড়াবাসীর কাছে চিরকৃতজ্ঞ। আমি আখাউড়াবাসীকে ধন্যবাদ জানাই।

এর আগে আইনমন্ত্রী আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনযোগে ঢাকা থেকে আখাউড়ায় আসেন।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, পৌর মেয়র তাকজিল খলিফা, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কায়সার জীবন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম ভূইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল্লাহ ভূঁইয়া বাদল প্রমুখ।

পরে আইনমন্ত্রী আনিসুল হক আখাউড়া থেকে সড়কপথে কসবা উপজেলায় নিজ বাড়ির উদ্দেশে যাত্রা করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম