Logo
Logo
×

রাজনীতি

কেন্দ্রীয় মহিলা দলে সিলেটের ৫ নেত্রী

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৫ এপ্রিল ২০১৯, ০৬:১৭ পিএম

কেন্দ্রীয় মহিলা দলে সিলেটের ৫ নেত্রী

জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া সিলেটের চার নেত্রী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ২৬৫ সদস্যবিশিষ্ট এই কেন্দ্রীয় কমিটিতে সিলেটের পাঁচ নেত্রী স্থান পেয়েছেন।

পাঁচজনের মধ্যে সহসভাপতি হয়েছেন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক ভিপি সামিয়া চৌধুরী ও নারী নেত্রী পাপিয়া চৌধুরী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সিলেট ল’ কলেজের সাবেক ভিপি ও সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র অ্যাডভোকেট রোকশানা বেগম শাহনাজ, সহসাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর আমেনা বেগম রুমি এবং সদস্য হয়েছেন সাবেক কাউন্সিলর সালেহা কবীর শেপি।

মহিলা দলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় ৫ নেত্রীকে অভিনন্দন জানিয়েছেন সিলেট বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে গত ৩ এপ্রিল জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। বিএনপির সহদফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটিতে আফরোজা আব্বাস সভাপতি ও সুলতানা আহমেদ সাধারণ সম্পাদক হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম