
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। ফাইল ছবি
সুস্থ বলেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা নিতে চাইছেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
রোববার দুপুর দেড়টার দিকে ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
হানিফ বলেন, উনি (খালেদা জিয়া) হয়তো নিজেকে সুস্থ মনে করেছেন বা যে কোনো কারণে উনি হয়তো মনে করেছেন এ মুহূর্তে তার চিকিৎসার প্রয়োজন নেই। সে জন্য অনীহা প্রকাশ করতে পারেন।
আওয়ামী লীগের এ নেতার দাবি, দেশের সবচেয়ে ভালো চিকিৎসকদের দিয়ে খালেদা জিয়ার চিকিৎসা করানো হচ্ছে।
দুই-একটি ঘটনা বাদে প্রথম ধাপের উপজেলা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে বলে জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
তিনি বলেন, নির্বাচনের সময় যেসব সংসদ সদস্য এলাকায় অবস্থান করছিলেন তাদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে ব্যবস্থা নেয়া হবে।
সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) খণ্ডিত বক্তব্য নিয়ে সমালোচনা করা হচ্ছে বলেও দাবি করেন হানিফ।