Logo
Logo
×

রাজনীতি

বিএনপি নেতা হাবিব-উন-নবী খান সোহেল আটক

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:২৯ এএম

বিএনপি নেতা হাবিব-উন-নবী খান সোহেল আটক

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেলকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাজধানীর মালিবাগ থেকে এ বিএনপি নেতাকে আটক করা হয় বলে জানিয়েছে তার পরিবার।

তাদের দাবি, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সোহেলকে আটক করেছে।

ছাত্রদলের সাবেক সভাপতি সোহেলের বিরুদ্ধে ১৪৩টি মামলা রয়েছে। তবে এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।

আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় হবে।

এ রায়কে ঘিরে আন্দোলন গড়ে তুলতে সক্রিয় ছিলেন সোহেল। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছিলেন যেসব বিএনপি নেতা আন্দোলনে মাঠে নামবেন না তাদের তিনি চুড়ি পরিয়ে দেবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম