Logo
Logo
×

রাজনীতি

বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন আত্মসমর্পণ করে কারাগারে

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:২৭ পিএম

বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন আত্মসমর্পণ করে কারাগারে

বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন। ছবি: সংগৃহীত

নাশকতার চার মামলায় বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

সোমবার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েস আসামির জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন। 

আদালতের রাষ্ট্রপক্ষের সহকারি কৌঁসুলি তাপস কুমার পাল যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছেন। মামলায় আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী জিল্লুর রহমান।

আদালত সূত্র জানায়, গত বছরের ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা হয়। ওই রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর রমনা থানা এলাকায় পুলিশের কাজে বাধা দেন বিএনপির নেতাকর্মীরা। তারা লাঠিসোঁটা, লোহার রড ও ইটপাটকেল নিক্ষেপ করে রাস্তায় চলাচলরত গাড়ি ভাঙচুর করে। 

পুলিশ এতে বাধা দিলে তারা পুলিশের ওপর চড়াও হন। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই চারটি মামলা দায়ের করে। পরবর্তী সময়ে তিনি এ চার মামলায় হাইকোর্ট থেকে জামিন নেন। জামিনের মেয়াদ শেষে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর ওই আদেশ দেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম