ব্যারিস্টার আবদুর রাজ্জাককে ফরীদ উদ্দীন মাসঊদের অভিনন্দন!
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৩৯ পিএম
ফরিদ উদ্দীন মাসঊদ ও ব্যারিস্টার আবদুর রাজ্জাক। ফাইল ছবি
জামায়াতের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার আবদুর রাজ্জাকের পদত্যাগকে একটি শুভ লক্ষণ হিসেবে দেখছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করায় কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বিশিষ্ট আইনজীবী আবদুর রাজ্জাককে অভিনন্দন জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, দেরিতে হলেও নিজের ও দলের ভুল বুঝতে পারায় আমরা তাকে অভিনন্দন জানাই। কেবল একাত্তরের নৃশংসতা নয় ধর্মীয় বিষয়ে জামায়াতের যে অপপ্রচার আছে, নবী রাসূলদের নিয়ে অপব্যাখ্যা আছে সবকিছুর বিরুদ্ধে তাদের মুখ খুলতে হবে।
রোববার দুপুরে এ বিষয়ে জমিয়তুল উলামার দলীয় প্যাডে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি পাঠিয়েছেন তিনি।
বিবৃতিতে মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, পাকিস্তানি হায়েনাদের কাঁধে কাঁধ মিলিয়ে জামায়াতকর্মীরা এ দেশের মানুষের উপর নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়েছিল একাত্তরে।
সাহাবায়ে কেরাম ও নবী-রাসূলদের বিরুদ্ধে মওদুদী ও জামায়াতে ইসলামীর লেখকগণ সবচেয়ে বেশি সমালোচনা করেছে দাবি করে আল্লামা মাসঊদ বলেন, সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে। নবী-রাসূলদের সমালোচনা করার তো প্রশ্নই ওঠে না। আল্লাহর কাছে তারা নির্বাচিত। জামায়াতকে ধর্মীয় বিষয়েও জাতির কাছে ক্ষমা চেয়ে সুপথে ফিরে আসতে হবে।
বাংলাদেশ জমিয়তুল উলামার প্রেস উইং মাওলানা মাসঊদুল কাদির স্বাক্ষরিত বিবৃতিতে তিনি আরও বলেন, জামায়াত সবসময় ভুলপথে ছিল। মুক্তিযুদ্ধে দেশের বিরুদ্ধে তাদের অবস্থান থাকলেও সে চিন্তাধারার আলোকেই তারা এ দেশে রাজনীতি করছে। জামায়াতের সব সদস্যদেরই আবদুর রাজ্জাকের মতো ভুল ভাঙা উচিত।
জামায়াতের তরুণ কর্মীদের উদ্দেশে ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, যার শরীরে এই বাংলাদেশের রক্ত। সে কীভাবে দেশ ও মুক্তিযুদ্ধবিরোধী একটি সংগঠনে থাকে? আপনারা ফিরে আসুন, সত্য ও সুন্দরের পথে। তরুণদের শক্তিকে (শিবিরের নেতাকর্মীদের) বাংলাদেশ গড়ার পেছনে ব্যয় করতে হবে।
আকাবির উলামায়ে কেরাম সবসময় মওদুদী চিন্তা ও জামায়াতে ইসলামীর আদর্শের বিরোধিতা করেছেন দাবি করে আল্লামা মাসঊদ বলেন, নবী-রাসূল সমালোচনাকারীদের সঙ্গে দ্বীনদরদি মানুষ কখনই থাকতে পারে না।