Logo
Logo
×

রাজনীতি

সেরে উঠছেন ইলিয়াসপত্নী লুনা

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১৩ পিএম

সেরে উঠছেন ইলিয়াসপত্নী লুনা

হাসপাতালে ইলিয়াসপত্নী লুনা। ছবি : সংগৃহীত

‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

 

শনিবার দুপুরে দলটির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শুক্রবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হলে লুনাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুরে তিনি অনেকটা সুস্থবোধ করছেন।

 

বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ডা. মনোয়ারা আনিসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

 

লুনা তার সুস্থতার জন্য দেশবাসী সবার কাছে দোয়া চেয়েছেন।

 

শায়রুল কবির খান জানান, আগে থেকে লুনা হৃদরোগজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

 

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকা বনানী থেকে নিখোঁজ হন সিলেট-২ আসনের সাবেক এমপি ও বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলী।আজও তার কোনো সন্ধান মেলেনি।এখনও তার ফিরে আসার অপেক্ষার প্রহর গুনছেন পরিবার পরিজন ও বিএনপি নেতারা।

 

এদিকে ইলিয়াস আলী নিখোঁজের পর তার নির্বাচনী এলাকায় বিএনপিকে আরও সুসংগঠিত করতে হাল ধরেন তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।

 

দলীয় নেতাকর্মীরা ইলিয়াসের অবর্তমানে তার স্ত্রী লুনাকে নিয়ে তারা অনেক স্বপ্ন দেখছিলেন। গত নির্বাচনে সিলেট-২ আসনে লুনাই হবেন এমপি, এমন মনোভাব দলীয় নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছিল। দলীয় প্রতীক পাওয়ার পরপরই লুনা নির্বাচনী প্রচারে মাঠে নামেন। ভোটারদের ব্যাপক সাড়াও পান তিনি।

 

প্রচারে অনেকটা এগিয়ে ছিলেন তিনি। কিন্তু তার প্রার্থিতা স্থগিতের কারণে নেতাকর্মীদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম