Logo
Logo
×

রাজনীতি

বিএনপি কার্যালয়ে বক্তব্যের প্রটোকল নিয়ে হাতাহাতি!

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪৪ পিএম

বিএনপি কার্যালয়ে বক্তব্যের প্রটোকল নিয়ে হাতাহাতি!

বিএনপি কার্যালয়ে বক্তব্যের প্রটোকল নিয়ে বিতণ্ডায় নেতারা। ছবি: যুগান্তর

বগুড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেয়ার সময় প্রটোকল নিয়ে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে প্রচণ্ড বাগ্বিতণ্ডা হয়েছে।

সূত্র জানায়, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলু ও কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি জাহাঙ্গীর আলমের মধ্যে হাতাহাতি হয়েছে। তবে দুই নেতা শুধু বাগ্বিতণ্ডার কথা স্বীকার করেছেন।

শনিবার দুপুরে শহরে নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের এক বছরপূর্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি শনিবার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলুকে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি জাহাঙ্গীর আলমের আগে বক্তব্য দেয়ার সুযোগ দেয়া হয়।

জাহাঙ্গীর আলম তার বক্তব্যে স্বেচ্ছাসেবক দল নেতার সমালোচনা করেন। তখন দুই নেতার সমর্থকদের মাঝে উত্তেজনা দেখা দেয়।

এর জের ধরে সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের মধ্যে দুই নেতা ও তাদের সমর্থকদের মাঝে বাগ্বিতণ্ডা হয়। হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হলে সিনিয়র নেতারা তাদের শান্ত করেন।

এ প্রসঙ্গে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলু বলেন, সমাবেশ চলাকালে তিনি বক্তব্য দেয়ার ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনকে প্রটোকল ঠিক রাখতে অনুরোধ করেন। তখন ছাত্রদল নেতা জাহাঙ্গীর বিরূপ মন্তব্য করেন। পরে এ নিয়ে প্রতিবাদ করলে দু’জনের মাঝে শ্রেফ বাগ্বিতণ্ডা হয়েছে, কোনো হাতাহাতি হয়নি।

কেন্দ্রীয় ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম বলেন, তিনি পিপলুর উল্টাপাল্টা কথার প্রতিবাদ করেছেন।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাফতুন আহমেদ খান রুবেল জানান, দুই নেতার মধ্যে শুধু বাগ্বিতণ্ডা হয়েছে।

তবে জেলা ছাত্রদলের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান, সমাবেশে বক্তব্য দেয়া নিয়ে দু’জনের মাঝে শুধু বাগ্বিতণ্ডা নয়; হাতাহাতিও হয়েছে।

বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে সাবেক এমপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, সহসভাপতি আলী আজগর তালুকদার হেনা, যুগ্ম সম্পাদক মাফতুন আহমেদ খান রুবেল, যুবদল সভাপতি সিপার আল বখতিয়ার, সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলু, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি জাহাঙ্গীর আলম, মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান, নাজমা আকতার, মাহফুজা আকতার লাকী, গাজী মুক্তা প্রমুখ বক্তব্য রাখেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম