Logo
Logo
×

রাজনীতি

দরজা খোলা, বিএনপিতে যোগদান করুন: কাদেরকে আহ্বান রিজভীর

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:০১ এএম

দরজা খোলা, বিএনপিতে যোগদান করুন: কাদেরকে আহ্বান রিজভীর

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: যুগান্তর

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বেচ্ছায় বিএনপির উপদেষ্টা হতে চলেছেন মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ওবায়দুল কাদেরকে বিএনপিতে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছি।’
 
আজ (বৃহস্পতিবার) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

সম্প্রতি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিএনপির অভ্যন্তরীণ বিষয়ে বিভিন্ন বক্তব্যের পর তিনি এ কথা বলেন।
 
ওবায়দুল কাদের বিএনপির বিরুদ্ধে ক্রমাগত উপদেশের ভাঙা টেপ রেকর্ড বাজিয়েই চলেছেন মন্তব্য করে রিজভী অভিযোগ করেন, ‘সভা-সমিতি, মঞ্চ, গণমাধ্যম ও ব্রিফিংয়ে বিএনপির কী করা উচিত, বিএনপি সংসদে যোগ দেবে ইত্যাদি বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শালীনতা, ভব্যতার গুণমান বিবেচনা না করে নানা কথার খই ফোটাচ্ছেন।’

বিএনপির দরজা খোলা আছে, জানিয়ে রিজভী বলেন, ‘বিএনপির বিষয়ে এতকিছু জানা থাকলে তার আওয়ামী লীগে থেকে লাভ কী! বরং তিনি বিএনপিতে যোগদান করুন।’

দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী নেতাকর্মীরা ভীত-সন্ত্রস্ত মন্তব্য করে রিজভী বলেন, ‘বিভিন্ন এলাকায় আ'লীগ নেতাকর্মীরা তলে তলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা শুরু করেছে।’

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর প্রতিহিংসা পূরণের সাজা দেয়ার এক বছর পূর্ণ হলো বলে জানান।

খালেদা জিয়ার সাজাকে রাজনৈতিক প্রতিহিংসামূলক উল্লেখ করে রিজভী আরও বলেন, ‘তিনবারের সাবেক একজন প্রধানমন্ত্রীকে মিথ্যা মামলায় সাজা দিয়ে এক বছর কারাগারে রাখার নজির পৃথিবীর কোথাও নেই।’

আইন আদালতকে প্রভাবিত করে বেগম জিয়াকে কারাবন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন রিজভী।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহিদা রফিক, নজমুল হক নান্নু, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহদফতর সম্পাদক মো. মনির হোসেন প্রমুখ।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম