Logo
Logo
×

রাজনীতি

ঢাকা উত্তরে মেয়র কাউন্সিলর পদে জাতীয় পার্টির ফরম বিতরণ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০১৯, ০১:৪৫ পিএম

ঢাকা উত্তরে মেয়র কাউন্সিলর পদে জাতীয় পার্টির ফরম বিতরণ

ঢাকা উত্তরে মেয়র কাউন্সিলর পদে জাতীয় পার্টির ফরম বিতরণ। ছবি-যুগান্তর

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপনির্বাচন ও ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে নির্বাচনের জন্য ফরম বিতরণ শুরু করেছে জাতীয় পার্টি। 

রোববার সকালে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে আগ্রহী প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়।    

এদিন ঢাকা উত্তর সিটিতে কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন- মো. ইসমাইল হোসেন (ওয়ার্ড-৩৯), মো. শামসুল হক (ওয়ার্ড-৪৬), সাইফুল ইসলাম জুয়েল (ওয়ার্ড-৪৬), রফিকুল ইসলাম (ওয়ার্ড-৪৪), বজলুর রহমান মৃধা (ওয়ার্ড-৩৯), জাকির হোসেন হান্নান (ওয়ার্ড-৩৮), এস.এম. আমিনুল হক সেলিম (ওয়ার্ড-২১), মো. জহিরুল ইসলাম মিন্টু (ওয়ার্ড-৪১), মো. ফাইজুল ইসলাম (ওয়ার্ড-৪৪), মো. আলাউদ্দিন আলাল (ওয়ার্ড-৫৪), মো. বোরহান উদ্দিন (ওয়ার্ড-৫০), ইব্রাহিম হোসেন (ওয়ার্ড-৫২), মো. মহিবুর রহমান (ওয়ার্ড-৪৩)। 

মনোনয়ন ফরম বিতরণকালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতী বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জাতীয় পার্টির প্রার্থীরা অনেক ভালো করবে। 

তিনি বলেন, জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। তাই সব নির্বাচনেই জাতীয় পার্টি অংশগ্রহণ করে।  

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান, ঢাকা মহানগর উত্তরের দফতর সম্পাদক মো. আনিস উর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক হাজি নাসির উদ্দিন সরকার, মো. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় নেতা আব্দুস সাত্তার। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম