Logo
Logo
×

রাজনীতি

ড. কামালের গাড়িবহরে হামলা মামলার প্রতিবেদন ২৮ ফেব্রুয়ারি

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০১৯, ১১:৩৯ এএম

ড. কামালের গাড়িবহরে হামলা মামলার প্রতিবেদন ২৮ ফেব্রুয়ারি

ফাইল ছবি

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়েছে।আজ রোববার তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা থাকলেও তদন্তকারী কর্মকর্তা তা না দেয়ায় প্রতিবেদনটি দাখিলের জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

 

ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী নতুন এ দিন ধার্য করেন।

 

১৪ ডিসেম্বর ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে হামলার শিকার হন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।এসময় ড. কামালের গাড়িবহরে থাকা কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়।আহত হন কয়েকজন।

 

এ ঘটনায় ১৫ ডিসেম্বর ঢাকা-১৪ আসনের বিএনপির প্রার্থী আবু বক্কর সিদ্দিক সাজু বাদী হয়ে দারুস সালাম থানায় মামলাটি করেন।

 

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম