Logo
Logo
×

রাজনীতি

গণভবনে আ’লীগের বৈঠক শনিবার

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০১৯, ১২:৪৭ পিএম

গণভবনে আ’লীগের বৈঠক শনিবার

 

আগামীকাল শনিবার দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 

এদিন সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে। 

বৈঠক একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন, উপজেলা পরিষদ নির্বাচন, কিশোরগঞ্জ-১ আসনের পুনর্নির্বাচন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন ও দলীয় কৌশলের বিষয়ে সিদ্ধান্ত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, মূলত চারটি এজেন্ডা নিয়ে আগামীকাল বৈঠক হবে গণভবনে। দলীয় এজেন্ডার পাশাপাশি জাতীয় রাজনীতির বিষয়টিও গুরুত্ব পাবে। 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ জানান, শনিবারের বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন বেশ কয়েকটি নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হবে। 

দলটির আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসন, আসন্ন উপজেলা নির্বাচন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন এবং কিশোরগঞ্জ-১ আসনের পুনর্নির্বাচন নিয়েই মূলত কথা হবে এ বৈঠকে। অন্যান্য বিষয়ও আলোচনায় উঠে আসতে পারে।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম