খালেদা জিয়ার কারাবরণের বর্ষপূর্তিতে পৃথক কর্মসূচি ঐক্যফ্রন্টের
তারিকুল উসলাম
প্রকাশ: ২২ জানুয়ারি ২০১৯, ১১:১২ পিএম
খালেদা জিয়া। ফাইল ছবি
এখন থেকে যৌথভাবে কোনো কর্মসূচি পালন করবে না ২০-দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট।
নির্বাচনের পর জামায়াত ইস্যুতে ঐক্যফ্রন্টে থাকা গণফোরাম তাদের আপত্তির কথা স্পষ্ট জানিয়েছে। তাই ভবিষ্যতে যে কোনো ইস্যুতে আলাদা কর্মসূচি পালনে এ সিদ্ধান্ত দুই জোটের।
এদিকে ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাভোগের এক বছর পূর্ণ হবে। এ উপলক্ষে তার মুক্তির দাবিতে আলাদাভাবে কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বিএনপিসহ দুই জোট।
এ ছাড়া প্রথমবারের মতো ঐক্যফ্রন্ট নেতারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতিও চাইবেন। বিএনপি ও দুই জোটের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য।
জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগান্তরকে বলেন, রাজনৈতিক উদ্দেশ্য ও প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে।
৮ ফেব্রুয়ারি দেশমাতা খালেদা জিয়ার কারাভোগের এক বছর হবে। আমাদের কর্মসূচি অব্যাহত আছে, আগামী দিনেও থাকবে।
২০-দলীয় জোটের প্রধান সমন্বয়কারী এলডিপির সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ যুগান্তরকে বলেন, কর্মসূচির বিষয়ে ২০-দলীয় জোটে এখন পর্যন্ত কোনো আলাপ-আলোচনা হয়নি।
ঐক্যফ্রন্ট পৃথক একটি সত্তা। ২০ দল পৃথক জোট। ঐক্যফ্রন্টের প্রোগ্রামের সঙ্গে আমাদেরটা এক হবে না।
খালেদা জিয়াকে কারাগারে নেয়ার পর থেকে দলটি তার মুক্তির জন্য মানববন্ধন, কালো পতাকা প্রদর্শন, অবস্থান, অনশন, স্মারকলিপি দেয়াসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল।
কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এ ধরনের কর্মসূচি থেকে অনেকটা বিরত থাকে দলটি। ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার কারাভোগের এক বছর পূর্ণ হবে।
আর এ উপলক্ষে তার মুক্তির দাবিতে ফের কর্মসূচি দেবে দলটি। তবে বড় ধরনের কোনো কর্মসূচি নেই বলে জানা গেছে। পোস্টার, আলোচনাসভা, গরিব-দুস্থদের মধ্যে খাবার বিতরণ করবে দলটি।
একই ইস্যুতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল ও জাতীয় ঐক্যফ্রন্ট পৃথকভাবে কর্মসূচি পালন করবে বলে জানা গেছে।
ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা প্রথমবারের মতো কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে অনুমতি চাইবেন। এ ছাড়া ৮ ফেব্রুয়ারি ঐক্যফ্রন্টের পক্ষ থেকে একটি বিবৃতিও দেয়া হবে।
তবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে কর্মসূচি চান বিএনপির তৃণমূল নেতারা। যদিও রাজপথে কর্মসূচি দেয়ার বিষয়ে দলের ফোরামে এখনও আলোচনা হয়নি।
কর্মসূচি ঠিক করতে শিগগিরই দলের স্থায়ী কমিটির বৈঠক ডাকা হবে, যাতে আলোচনাসভা ছাড়া আর কী কর্মসূচি দেয়া যায়, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন নীতিনির্ধারকরা।
বিএনপির একজন নীতিনির্ধারক যুগান্তরকে বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে কর্মসূচির বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ঠিক করা হবে। এ ছাড়া এ নিয়ে ২০-দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গেও আলোচনা করা হবে।