Logo
Logo
×

রাজনীতি

সানাউল্লাহকে দেখতে হাসপাতালে ফখরুল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০১৯, ০১:৫৬ পিএম

সানাউল্লাহকে দেখতে হাসপাতালে ফখরুল

হাসপাতালে সানাউল্লাহর পাশে মির্জা ফখরুল। ছবি: সংগৃহীত

বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াকে দেখতে হাসপাতালে গেলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল (বৃহস্পতিবার) রাজধানীর আগারগাঁওয়ের নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াকে দেখতে মির্জা ফখরুল ইসলাম দেখতে যান।

বিএনপি মহাসচিবের ব্যক্তিগত সহকারী মো. ইউনুস এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সানাউল্লাহ মিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার সুস্থতা কামনা করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন সানাউল্লাহ মিয়া।

প্রাথমিকভাবে দলের মনোনয়ন পেলেও চূড়ান্ত মনোনয়ন পাননি তিনি। তারপরই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন সানাউল্লাহ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম