গোলাম মাওলা রনি ও এস এম শাহজাদা সাজু
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে আওয়ামী লীগ প্রার্থী এস এম শাহজাদা সাজু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার ভাগ্নে সাজু পেয়েছেন ২ লাখ ১৫ হাজার ৫৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির গোলাম মাওলা রনি পেয়েছেন মাত্র ৬১৭৬ ভোট।রনির জামানত বাজেয়াপ্ত হয়েছে।
রোববার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলাম এ ফল ঘোষণা করেন। তিনি বলেন, এ আসনে মোট ভোট কেন্দ্র ১১০টি, যার সবগুলোর ফল ঘোষণা করা হয়েছে। সাজুর কাছে দুই লক্ষাধিক ভোটের ব্যবধানে ধরাশায়ী হন রনি।
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে ২০০৮ সালের নির্বাচনে গোলাম মাওলা রনিকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। ওই নির্বাচনে গোলাম মাওলা রনি বিজয়ী হলেও ২০১৪ সালে তাকে মনোনয়ন দেয়া হয়নি। তখন মনোনয়ন দেয়া হয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আ খ ম জাহাঙ্গীরকে। এবার তাকে হটিয়ে শাহজাদাকে নৌকা প্রতীকের প্রার্থী করে আওয়ামী লীগ।
এবারও মনোনয়নের প্রত্যাশায় ছিলেন রনি।শেষ পর্যন্ত মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দেন। বিএনপি তাকে মনোনয়ন দেয়। তবে রনির অভিযোগ তাকে প্রচার চালাতে দেয়া হয়নি।