Logo
Logo
×

রাজনীতি

ঢাকা-১৭ থেকে সরে দাঁড়ালেন এরশাদ

Icon

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৫:৩২ পিএম

ঢাকা-১৭ থেকে সরে দাঁড়ালেন এরশাদ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ছবি: সংগৃতীত।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা শেষে বৃহস্পতিবার তিনি দেশে ফেরেন। বিকাল ৫টায় রাজধানীর বারিধারায় এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন তিনি।

নিজে সরে দাঁড়িয়ে ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক আকবর হোসেন পাঠানকে (ফারুক) সমর্থন জানিয়েছেন তিনি।

এর আগে গত ১০ ডিসেম্বর ‘উন্নত চিকিৎসার’ জন্য সিঙ্গাপুরে যান প্রধানমন্ত্রীর এ বিশেষ দূত। ১৬ দিন পর গতকাল বুধবার দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম