Logo
Logo
×

রাজনীতি

একদিন জবাব দিতে হবে: গয়েশ্বর

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৫:১৫ পিএম

একদিন জবাব দিতে হবে: গয়েশ্বর

নির্বাচনী প্রচারণায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি-সংগৃহীত

ঢাকা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। কিন্তু তিনি এ প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তার ওপর জনগণের আস্থা নেই। একদিন জনগণের কাছে এর জবাব দিতে হবে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কোন্ডা ইউনিয়নের ইস্টার্ন বাজার এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের ভূমিকা পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

গণসংযোগের সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আশফাক, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি হাজী মাসুম,  বিএনপি নেতা অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক কাউছার, অ্যাডভোকেট সুলতান নাসের, আলী হোসেন প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম