সরোয়ারের সামনেই ছাত্রদল নেতাকে তুলে নিয়ে গেল পুলিশ: ভিডিও ভাইরাল
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৪:০৪ এএম
সরোয়ারের কর্মীকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : সংগৃহীত
বরিশাল-৫ আসনে ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ারের নির্বাচনী প্রচারের সময় তার এক কর্মীকে তুলে নিয়ে যায় পুলিশ। এ সময় সরোয়ার তাকে ছাড়াতে টানাটানি করেন। কিন্তু পুলিশ সব উপেক্ষা করে তাকে নিয়ে যায়।
এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বুধবার রাতে ভিডিও বিএনপি প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সরোয়ার তার ফেসবুক পেজে শেয়ার করেন।
আটক ওই কর্মীর নাম মজিবর রহমান পলাশ। তিনি সাবেক ছাত্রদল নেতা।
বুধবার দুপুরে চাঁদপুরা ইউনিয়নে গণসংযোগে যাওয়ার পথে কীর্তনখোলা নদী থেকে ওই কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, স্পিডবোটে পলাশকে নিয়ে লিফলেট বিতরণ করছিলেন বরিশাল-৫ আসনের বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার। আরেকটি স্পিডবোটে পুলিশের কয়েকজন সদস্য এসে বিএনপির প্রার্থীর সঙ্গে থাকা পলাশকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।
ভিডিওতে আরও দেখা যায়, এ সময় বিএনপি প্রার্থী পুলিশ সদস্যদের অনুরোধ করেন ওই কর্মীকে তুলে না নেয়ার জন্য। এ সময় ওই কর্মীকে আটকানোর চেষ্টাও করতে দেখা যায় সরোয়ারকে।এ সময় পুলিশের সঙ্গে পলাশকে নিয়ে সরোয়ারের টানাটানি হয়। সবকিছু উপেক্ষা করেই পুলিশ সদস্যরা কর্মী পলাশকে ধরে নিয়ে যায়।
পরে তাকে গ্রেফতার দেখানো হয়। পুলিশ জানায়, পলাশের নামে গ্রেফতারের ওয়ারেন্ট ছিল। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।
ফেসবুকে শেয়ার করার এক ঘণ্টা পরেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এক ঘণ্টার মধ্যে ভিডিও দেড় লাখ মানুষ দেখেছে। শেয়ার হয়েছে ১৩ হাজার ৪২৯ এবং লাইক পড়েছে তিন হাজার।
ভিডিওটি দেখুন-