
শাকিব খান। ছবি: সংগৃহীত
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুনমাত্রা যোগ করেছে তারকাদের প্রচারে অংশ নেয়া। চলচ্চিত্র, ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনের সেলিব্রেটিরা এবার ভোটের প্রচারে মাঠঘাট দাবিয়ে বেড়াচ্ছেন।
তাদের কেউ সমর্থিত দল কিংবা প্রার্থীর পক্ষে ভোটের প্রচারে আছেন। আবার কেউ কেউ ভিডিও কিংবা অডিওবার্তায় নিজের অবস্থান জানান দিচ্ছেন। ভোট চাইছেন কাঙ্ক্ষিত প্রতীকে।
এবার সেই তালিকায় যুক্ত হলেন সময়ের জনপ্রিয় নায়ক সুপারস্টার শাকিব খান। ঢালিউড ও টালিউডে সমান জনপ্রিয় এ নায়ক এবার ভোট চেয়ে ভিডিওবার্তা প্রকাশ করেছেন। এটি ইতিমধ্যে ভাইরালও হয়ে গেছে।
ইউটিউবে ছাড়া এ ভিডিওতে শাকিব নিজের পছন্দের প্রতীকের কথা জানিয়েছেন। ভোট চেয়েছেন নিজে যাকে সমর্থন করেন তার পক্ষে।
শাকিবের পছন্দের প্রতীক কী? দেশসেরা এ নায়কের পছন্দের প্রতীক হচ্ছে-নৌকা। উন্নয়নের এই প্রতীকে ভোট চেয়েছেন শাকিব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের প্রতি আস্থা রেখে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন এই সেলিব্রেটি। ১ মিনিটের ভিডিওতে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। তাকে ‘মমতাময়ী মা’ ও উন্নয়নের প্রতীক হিসেবে উল্লেখ করেন শাকিব।
নিমতলী ট্র্যাজেডির পর রিতা-রুনাকে নিজের মেয়ে হিসেবে স্বীকৃতি ও তাদের বিয়ের ব্যবস্থা করা, ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয়-খাদ্য-বস্ত্র-চিকিৎসা দেয়া, দুস্থ-অসুস্থ শিল্পী সমাজের পাশে দাঁড়ানো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
ভিডিওর শেষ দিকে শাকিব খান বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মমতাময়ী শেখ হাসিনাকে নৌকায় ভোট দিন।’
শাকিব খানের আওয়ামী লীগ থেকে নির্বাচন করার গুঞ্জন বহুদিনের। শোনা যাচ্ছিল-তিনি মনোনয়ন ফরম কিনবেন। তবে সেটি হয়নি। কিন্তু এ ভিডিওর মাধ্যমে জানালেন-তিনি নৌকার লোক। নৌকার জয় চান মনেপ্রাণে।
এর আগে এক ভিডিওবার্তায় নৌকার পক্ষে ভোট চেয়েছিলেন শাকিবের সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। এ ছাড়া আওয়ামী লীগের পক্ষে প্রকাশ্য প্রচারণা চালাতে চলচ্চিত্র অঙ্গনের অনেককেই দেখা গেছে। তাদের মধ্যে রয়েছেন-মৌসুমী, জাহিদ হাসান, রিয়াজ, ফেরদৌস প্রমুখ।