জয়নুল আবদিন ফারুকের গাড়ি দুর্ঘটনার শিকার
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের বহনকারী প্রাইভেটকারটি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে তিনি ও তার সফরসঙ্গীরা অক্ষত আছেন বলে পুলিশ জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে একটি প্রাইভেটকার পেছন দিক থেকে জয়নুল আবদিন ফারুকের গাড়িকে (প্রাইভেটকার) ধাক্কা দেয়। এতে তার গাড়ির ব্যাপক ক্ষতি হয় এবং মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, জয়নুল আবদিন ফারুকের বহনকারী প্রাইভেটকারটি আরেকটি প্রাইভেটকার পেছনের দিক থেকে ধাক্কা দেয়। এতে দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়। তবে তারা কোনো আঘাত পাননি। জয়নুল আবদিন ফারুকের গাড়িটিও দুর্ঘটনার স্থান থেকে নিয়ে গেছে।
তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, কিন্তু সেখানে গিয়ে কাউকে বা কোনো দুর্ঘটনাকবলিত গাড়ি পাইনি। এ বিষয়ে অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
