‘শহিদ ছাত্র-জনতার পরিবার যতক্ষণ না চাইবে ততক্ষণ নির্বাচন হবে না’

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৯:৪৬ পিএম

চব্বিশের ছাত্র-জনতার পরিবার যতক্ষণ না চাইবেন, ততক্ষণ নির্বাচন হবে না- এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ।
শুক্রবার বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উত্তরায় র্যাব সদর দপ্তরের সামনে দ্বিতীয় ‘শহিদী মার্চ’ পালন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।এই কর্মসূচি পালন করে জুলাই মঞ্চ নামের একটি সংগঠন।
শহীদি মার্চে সংহতি জানিয়ে আবু হানিফ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব গঠন করা হলেও বিগত সময়ে সরকার তাদের দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করেছে। যারা আওয়ামী লীগের দলীয় বিবেচনায় নিয়োগ কিংবা পদোন্নতি পেয়েছিলেন, তারাই হাসিনাকে রক্ষা করতে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছে। তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। র্যাবের এই কলঙ্ক মুছতে হলে তাদেরকে বিলুপ্ত করে নতুন কোনো বাহিনী গঠন করতে হবে।
তিনি আরও বলেন, বারবার সংস্কারের কথা বলা হলেও সাত মাসে সরকার ৭ শতাংশ সংস্কারও করতে পারে নাই। তাই দ্রুত সময়ের মধ্যে সংস্কারের কাজ দৃশ্যমান করতে হবে। পুলিশকে ফাংশন করতে না দিলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না। ২৪-এর অভ্যুত্থানে শহিদ হওয়া ২০০০ ছাত্র-জনতার পরিবার যতক্ষণ নির্বাচন না চাইবেন, ততক্ষণ বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। শহিদদের রক্তের সঙ্গে বেইমানি কখনো মেনে নেওয়া হবে না।