
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ১০:২৪ এএম
দেশব্যাপী জাকের পার্টির ইফতার মাহফিল

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৫:৫৭ পিএম

আরও পড়ুন
পবিত্র রমজান উপলক্ষে দেশব্যাপী থানা ও উপজেলা পর্যায়ে ইফতার মাহফিল আয়োজন করবে জাকের পার্টি।
রোববার থেকে ইফতার মাহফিল শুরু হয়েছে। ২৬ রমযান পর্যন্ত তা অব্যাহত থাকবে।
দলটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- ইফতার মাহফিলে সাম্য, ভ্রাতৃত্ব, সহনশীলতা, সৌহার্দ্য, সম্প্রীতি, ঐক্য, শান্তি ও স্থিতিশীলতার তাগিদ জানানো হবে। সেই সঙ্গে মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি, দেশ ও জাতির উন্নয়ন এবং অগ্রগতি কামনায় বিশেষ মুনাজাত করা হবে।