ম্যাটস ও ডিএমএফের শিক্ষার্থীদের আন্দোলন মেনে নেওয়া উচিত: আবু হানিফ

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৬ পিএম

চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থী ও ডিএমএফ ডিগ্রিধারী উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের আন্দোলনে একাত্মতা পোষণ করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। রোববার দুপুর দুইটায় রাজধানীর শাহবাগে শিক্ষার্থীদের আন্দোলনে উপস্থিত হয়ে তিনি বক্তব্য রাখেন।
এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের চার দফা দাবি যৌক্তিক। এ যৌক্তিক দাবি দ্রুত সময়ের মধ্যে মেনে নেওয়ার আহ্বান জানাই স্বাস্থ্য মন্ত্রণালয়কে। শিক্ষার্থীদের কাজ পড়াশোনা করা, তারা পড়াশোনা বাদ দিয়ে যদি আন্দোলন করতে থাকে, তাহলে তো পড়াশোনার ক্ষতি হবে। তাই এ সরকারের উচিত শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক আন্দোলন গুরুত্বের সঙ্গে নেওয়া।
আবু হানিফ আরও বলেন, সরকার যে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার উদ্যোগ নিয়েছে তা যেন লোক দেখানো না হয়। আমরা আশা করি সরকার এ অভিযানের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আটক করবে। সরকারের উচিত ছিল আরও আগেই এমন অভিযান পরিচালনা করা। চাঁদাবাজ এবং দখলদারকেও এ অপারেশন ডেভিল হান্টের আওতায় আনার আহ্বান করছি।