বাংলাদেশের মাটিতে আ.লীগের রাজনীতি করার সুযোগ নেই: নুর
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১০:০৪ পিএম
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ যদি এই দেশের মাটিতে রাজনীতি করার সুযোগ পায়, তাহলে কালসাপ হয়ে জাতীকে দংশন করবে। সেজন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই।
শুক্রবার বিকালে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী কলেজ মাঠে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে এ কর্মী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
নুর আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে। না হলে রাজনীতির কালচার পরিবর্তন হবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে নতুন নতুন নেতৃত্ব উঠে আসবে এবং রাজনীতে ও নির্বাচনের সংস্কৃতিতে পরিবর্তন আসবে।
এ সময় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।