‘বাংলাদেশ কোনো উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথানত করবে না’
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ১০:১৬ পিএম
![‘বাংলাদেশ কোনো উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথানত করবে না’](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/11/29/Jatrabari-6749e8fa377a5.jpg)
বাংলাদেশ কোনো উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথানত করবে না বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
শুক্রবার বিকালে যাত্রাবাড়ীর শহিদদের স্মরণে শহিদী ঐক্য চত্বরে (যাত্রাবাড়ী মোড়) এবি পার্টি যাত্রাবাড়ী থানা শাখা আয়োজিত এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।
ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হকের সভাপতিত্বে ও যাত্রাবাড়ী থানা আহ্বায়ক সুলতান মোহাম্মদ আরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক ও যাত্রাবাড়ীর শহিদ আব্দুর রহমান জিসানের মা জেসমিন আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘যাত্রাবাড়ী আমাদের নতুন স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তৈরির জায়গা। শহিদের রক্তের ওপর দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশের জন্ম তার বীজ রোপিত হয়েছে যাত্রাবাড়ীতে। আমরা সরকারকে বলব যাদের রক্তের ওপর দাঁড়িয়ে আপনারা উপদেষ্টা হয়েছেন সেই শহিদদের পরিবারের খবর নেন। তারা কেমন আছে, কী অবস্থায় আছে। এই শহিদদের বাংলাদেশে পতিত স্বৈরাচার নতুন করে ইসকনের ওপর ভর করে সাম্প্রদায়িক সংঘাত তৈরির অপচেষ্টা চালাচ্ছে।’
তিনি বলেন, ‘উপদেষ্টাদের এসি রুম থেকে বের হয়ে জনগণের দুঃখ-দুর্দশা শুনতে হবে। জুলাই বিপ্লবের আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারের খোঁজ রাখতে হবে।’
ফুয়াদ আরও বলেন, ‘এই যাত্রাবাড়ী এক সময় চাঁদাবাজ আর সন্ত্রাসীদের আখড়ায় পরিণত হয়েছিল। নতুন করে এই যাত্রাবাড়ী আবার চাঁদাবাজদের দখল হওয়ার সুযোগ এই সরকারকে রুখতে হবে। এটাই এবি পার্টির সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি।’
তিনি এলাকাবাসীকে এবি পার্টিতে যুক্ত হয়ে সমস্যা সমাধানের রাজনীতিতে ভূমিকা রাখার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে বিএম নাজমুল হক বলেন, আমার বাংলাদেশ পার্টি গোটা বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংগ্রামী ভূমিকা রেখেছে। এখন নতুন বাংলাদেশ গঠনে আমরা আপনাদের সঙ্গে নিয়ে ভূমিকা রাখতে চাই। ঢাকা মহানগরীতে জনগণের সমস্যার কোনো অন্ত নেই।সমস্যাগুলো চিহ্নিত করে আমরা তার সমাধানে আপনাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে সমাধানের উদ্যোগ নিতে চাই।
এ সময় আরও বক্তব্য দেন- এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্যসচিব সফিউল বাসার, আহমাদ বারকাজ নাসির, ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স, নারায়ণগঞ্জের সমন্বয়ক শাহজাহান ব্যাপারী, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু, যুবপার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মাহমুদ আজাদ, পল্টন থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সি, মহানগর সমাজসেবা সম্পাদিকা ফেরদৌসী আক্তার অপি, মহিলা বিষয়ক সম্পাদিকা আমেনা বেগম, যাত্রাবাড়ী থানা সদস্য সচিব নাসিমুল ইসলাম অন্তর, যুগ্ম সদস্যসচিব মুহিবুল্লাহসহ মহানগরী ও যাত্রাবাড়ী থানার বিভিন্ন পর্যায়ের নেতারা।