Logo
Logo
×

অন্যান্য

প্রেস ব্রিফিংয়ে ববি হাজ্জাজ

বাহাত্তরের সংবিধান হয়েছিল পাকিস্তান আমলে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৭:৪৭ পিএম

বাহাত্তরের সংবিধান হয়েছিল পাকিস্তান আমলে

বাহাত্তরের সংবিধান পাকিস্তান আমলে হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।

তিনি বলেন, ‘১৯৭২ সালের সংবিধান বাংলাদেশের নির্বাচিত কোনো সংসদে নয়, বরং ১৯৭০-এর পাকিস্তানের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত গণপরিষদ কর্তৃক অনুমোদিত সংবিধান।’

শনিবার রাজধানীর বনানীতে সংবিধান সংস্কারে প্রস্তাবনা শীর্ষক এক প্রেস ব্রিফিংয়ে ববি হাজ্জাজ এসব কথা বলেন।

এনডিএম চেয়ারম্যান বলেন, ‘এখানে মুজিববাদকে কায়েম করতে আওয়ামী লীগ তাদের দলীয় এজেন্ডা এবং রাজনৈতিক দূরভিসন্ধির বহিঃপ্রকাশ ঘটিয়েছিল, যা গত সাড়ে ১৫ বছরে শেখ হাসিনার দানবীয় ফ্যাসিস্ট সরকার পূর্ণতা দিয়েছে।’

তিনি বলেন, ‘আমরা পরিবর্তিত সংবিধানে রাষ্ট্রের ক্ষমতা কাঠামোর মধ্যে ভারসাম্যপূর্ণ পরিবর্তন আনার প্রয়োজনীয় ধারা এবং বিধিমালা সংবিধানে সংযোজিত দেখতে চাই যা মুক্তিযুদ্ধের তিনটি মূলনীতিকে ধারণ করবে, ছব্বিশের গণঅভ্যুথানের স্বপ্নকে বাস্তবায়িত করবে এবং ফ্যাসিবাদকে চিরতরে রুখে দেবে।’

‘ভবিষ্যতে ফ্যাসিস্টের উত্থান ঠেকাতে ক্ষমতা বিকেন্দ্রীকরণের ওপর ও সংবিধানের যেকোনো ধারাকে সংশোধনযোগ্য করার’ দাবি জানান ববি হাজ্জাজ। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম