Logo
Logo
×

অন্যান্য

শহিদদের রক্তের সঙ্গে গাদ্দারি জনগণ বরদাশত করবে না: জমিয়ত মহাসচিব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১০:১৫ পিএম

শহিদদের রক্তের সঙ্গে গাদ্দারি জনগণ বরদাশত করবে না: জমিয়ত মহাসচিব

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেছেন, ভারত উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্বদানকারী সংগঠন জমিয়ত উলামায়ে ইসলাম।  শতবর্ষের ঐতিহ্যে লালিত সংগঠনটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও অংশগ্রহণ করেছিল। 

তিনি বলেন, জমিয়ত সব সময় জনগণের কথা বলে দেশের কথা বলে। দেশের মানুষের অধিকারের জন্য লড়াই করে। হক  ও হক্কানিয়াতের পতাকাকে সব সময় ধারণ করে চলে। কখনো বাতিলের সঙ্গে আপোষ করেনি এবং করবেওনা। জমিয়ত এক বিপ্লবের নাম একটি সংগ্রামের নাম, জমিয়ত সব সময় দেশের দুর্যোগ দুর্বিপাকে সবার আগে এগিয়ে আসে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খিলগাঁও থানা শাখার কর্মী সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির মহাসচিব এসব কথা বলেন।  জামিয়া মাহমুদিয়া মেরাদিয়া মাদ্রাসা মিলনায়তনে মুফতি নুরুল আলম ইসহাকীর সভাপতিত্বে, মাওলানা বিন ইয়ামিনের সঞ্চালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

মাওলানা মঞ্জুরুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সর্ব প্রথম ইসলামী দলগুলোর মধ্যে জমিয়তই সমর্থন করে এবং এককভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে। জুলাইয়ের বিপ্লবে ফ্যাসিবাদী সরকারের রক্ত চক্ষু উপেক্ষা করে রাজপথে নেমে আসে জমিয়ত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের রক্তের সঙ্গে গাদ্দারি জনগণ বরদাশত করবে না।

সম্মেলনে উপস্থিত ছিলেন- সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, সহ-সভাপতি শেখ মুজিবুর  রহমান, কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক মুফতি বশিরুল হাসান খাদিমানি, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম, ঢাকা মহানগর দক্ষিণের সহ সভাপতি মাওলানা শিব্বির আহমাদ, অর্থ সম্পাদক মুফতি আবুল বাশার, রামপুরা থানা জমিয়তের সভাপতি মুফতি হাসান আহমাদ, যুব জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সুলাইমান মাদানী, ঢাকা মহানগর দক্ষিণ যুব জমিয়তের সভাপতি মুফতি কালীম মাহফুজ, প্রচার সম্পাদক মাওলানা আবদুল আহাদ মিয়াজী প্রমুখ।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম