Logo
Logo
×

অন্যান্য

বিশ্ববাসীকে ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ডাক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৮ পিএম

বিশ্ববাসীকে ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ডাক

লেবাননে ইসরাইলের সাম্প্রতিক বোমা হামলায় নারী-শিশুসহ হাজারো মানুষ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।একইসঙ্গে লেবানন ও ফিলিস্তিনে বারবার হামলার প্রতিবাদে বিশ্ববাসীকে ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

রোববার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ আহ্বান জানান।

বিবৃতিতে নেতারা বলেন, মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া ইসরাইল লেবাননের রাজধানীর কাছে গত কয়েকদিন ভারি বোমা হামলা চালিয়ে ১ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে। লেবাননের প্রতিরোধকামী সংগঠন হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নসরুল্লাহসহ নেতাদেরকে হত্যা করেছে ইসরাইল। ১০ লাখের বেশি মানুষ বর্তমানে উদ্বাস্তুতে পরিণত হয়েছে।

তারা আরও বলেন, আমরা ইসরাইলি এমন বর্বরতার তীব্র প্রতিবাদ জানাই। অবৈধ রাষ্ট্র ইসরাইলকে পৃষ্ঠপোষণকারী প্রভাবশালী গুটিকয়েক পশ্চিমা রাষ্ট্র এর দায় এড়াতে পারে না। আমরা জাতিসংঘসহ মানবাধিকার রক্ষাকারী আন্তর্জাতিক সম্প্রদায়কে লেবানন ও ফিলিস্তিনে গণহত্যার দায়ে ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। ইসরাইলকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করাসহ গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানাচ্ছি।উদ্বাস্তুদেরকে মানবিক বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম