Logo
Logo
×

অন্যান্য

দুর্নীতিবাজদের আর ক্ষমতায় দেখতে চাই না: চরমোনাই পির

Icon

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২২ পিএম

দুর্নীতিবাজদের আর ক্ষমতায় দেখতে চাই না: চরমোনাই পির

দেশে আর দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চান না বলে মন্তব্য করেছেন চরমোনাই পির ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

তিনি বলেন, আমরা বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশ স্বাধীন দেশ হলেও আমরা স্বাধীনতা ভোগ করতে পারিনি। দেশে কোনো স্বাধীনতা ছিল না। ৫ আগস্ট আমরা ছাত্র-জনতার গণবিপ্লবের মাধ্যমে নতুন করে আবার স্বাধীনতা পেয়েছি। আমরা বাংলাদেশে জুলুম, খুন, গুম দেখেছি, আর করতে দিব না। রাজনীতি হলো দেশ ও জনগণের জন্য। আমাদের মাথার উপরে অনেকে লবণ রেখে বড়ই খেয়েছেন। আমরা আর দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চাই না। 

শনিবার দুপুরে আগৈলঝাড়া বিএইচপি একাডেমি মাঠে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

চরমোনাই পির আরও বলেন, ছাত্র-জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ আগৈলঝাড়া শাখার সভাপতি মুহাম্মাদ রাসেল সরদারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মুহাম্মাদ সিরাজুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মুহাম্মাদ আবুল খায়ের, বরিশাল জেলা সভাপতি ছরোয়ার হোসেন, আগৈলঝাড়া বিএইচপি একাডেমি (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হাফেজ ফজলুল হক ও শাহিন বখতিয়ারসহ প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম