পোশাক খাতে অরাজকতার নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করার দাবি মান্নার
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০০ পিএম
আশুলিয়ায় ২১৯ পোশাক কারখানা বন্ধ এবং শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।তিনি পোশাক খাতে অরাজকতার নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন।
শুক্রবার দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত বিবৃতিতে তিনি এ দাবি জানান।
গণতন্ত্র মঞ্চের এই শীর্ষনেতা বলেন, ‘পোশাক শ্রমিকদের যৌক্তিক দাবির সঙ্গে আমরা একমত। কিন্তু দাবি আদায়ের নামে শ্রমিক আন্দোলনের আড়ালে পোশাক খাতে নৈরাজ্য সৃষ্টি এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার নীলনকশা বাস্তবায়নের চেষ্টা করছে স্বৈরাচার হাসিনার দোসররা। অভিযোগ আছে, শ্রমিক আন্দোলনের নামে ভাঙচুর, অগ্নিসংযোগে যুবলীগ, ছাত্রলীগ এবং ভাড়াটে ক্যাডাররা অংশ নিচ্ছে। পোশাক খাত মালিকদের সংগঠন বিজিএমইএ এখন পর্যন্ত এই অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ নেয়নি। স্বৈরাচার হাসিনা সরকার গত সাড়ে ১৫ বছরে দেশের সব সংগঠনকে দলীয়করণ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার যখন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাষ্ট্রের সব স্তরে সংস্কারের প্রস্তাব উপস্থাপন করেছে, সেই সময় দেশের প্রধান রপ্তানি শিল্প পোশাক খাত উল্টোপথে হাঁটছে।’
অনতিবিলম্বে পোশাক খাতের নৈরাজ্য বন্ধের জন্য কার্যকর ব্যবস্থা নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে মান্না বলেন, ‘এই অরাজকতার নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি যেসব গুরুত্বপূর্ণ পদ এখনো আওয়ামী দোসররা দখল করে আছে, সেসব চিহ্নিত করে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। গত সাড়ে ১৫ বছর যারা শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে সহযোগিতা করেছে, তাদের চিহ্নিত করে অপসারণ করতে না পারলে এই পরাজিত গোষ্ঠীর ষড়যন্ত্র অব্যাহত থাকবে।’