Logo
Logo
×

অন্যান্য

সরকারের কাজ দেখে হাসি আসে: চরমোনাই পীর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ মে ২০২৪, ০৭:৫১ পিএম

সরকারের কাজ দেখে হাসি আসে: চরমোনাই পীর

‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ক্ষমতাসীন সরকারই দুর্নীতি লালন করে’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। 

তিনি বলেন, ‘সরকার দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। অথচ তারাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি লালন করে। আওয়ামী সরকারের কাজ দেখে আমাদের হাসি আসে। যেসব সিনিয়র অফিসার তাদের ক্ষমতায় নিয়ে এসেছে, তাদের দুর্নীতির খবর সামনে আসার পর সরকার বিভিন্ন গল্পের মাধ্যমে জনগণকে বুঝ দিয়ে রাখছে। অথচ সরকার কি জানে না যারা দুর্নীতিবাজ, তারা সব সময়ই দুর্নীতিবাজ।’

শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে চরমোনাই পীর এসব কথা বলেন। 

সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে একটি গণমিছিল বের করেন নেতাকর্মীরা। তাদের মিছিলটি পল্টন মোড়, বিজয়নগর নাইটিঙ্গেল হয়ে নয়াপল্টন, ফকিরাপুল, দৈনিকবাংলা গিয়ে মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়। 

এ সময় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি, নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম, মাওলানা আব্দুল হক আজাদ, মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম