Logo
Logo
×

অন্যান্য

‘ক্ষমতা ও রাষ্ট্র কারো নিজস্ব সম্পত্তি নয়’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ মে ২০২৪, ০৬:৩২ পিএম

‘ক্ষমতা ও রাষ্ট্র কারো নিজস্ব সম্পত্তি নয়’

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, ‘ক্ষমতা এবং রাষ্ট্র কারো ব্যক্তিগত বা নিজস্ব সম্পত্তি হতে পারে না।’

বুধবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাজতান্ত্রিক শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঐতিহাসিক মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

তিনি বলেন, ‘জালিয়াতিপূর্ণ রাজনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রের ওপর জনগণের মালিকানা কেড়ে নিয়ে রাষ্ট্রকে এখন দল বা ব্যক্তির সম্পত্তিতে পরিণত করা হয়েছে। এই আত্মঘাতী রাজনীতির মূল উৎস হচ্ছে আমাদের সংবিধান। সমাজের সব অংশের বিশেষ করে উৎপাদন উন্নয়ন ও জ্ঞান-বিজ্ঞানে জড়িত মানুষদের রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হয়নি। ফলে স্বাধীনতা সংগ্রামের পর আজও শ্রমজীবীসহ বৃহত্তর জনগোষ্ঠীর জীবনধারার কোনো পরিবর্তন হয়নি।’

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘ইতিহাসের মূল চালিকাশক্তি বা মানব ইতিহাসের প্রকৃত রূপকারকে উপেক্ষা করে কোনো রাষ্ট্র বা সমাজ বিকশিত হতে পারে না। সমাজ বিকাশের ইতিহাস সৃষ্টি হয়েছে কোনো একক ব্যক্তির ইচ্ছায় নয়, ইতিহাস হলো উৎপাদন ব্যবস্থায় দ্বান্দ্বিক সম্পর্কের বিকাশের ফলশ্রুতি। শ্রমশক্তি ও মেধা প্রয়োগের মাধ্যমেই জন্ম নেয় সমাজ বিকাশের ধারা।’

তিনি বলেন, ‘বিদ্যমান অসাম্য, বর্বরতা ও দুর্বৃত্ত বৈশিষ্ট্যপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনে এবং সমাজের সব অংশের মানুষের অংশগ্রহণ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রবর্তনে দ্বিতীয় মুক্তিযুদ্ধে শ্রমিক সমাজকে ঝাঁপিয়ে পড়তে হবে। এর মাধ্যমেই মে দিবসের তাৎপর্যকে ধারণ করা সম্ভব হবে।’

সমাবেশে সভাপতির বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি মোশাররফ।

সমাজতান্ত্রিক শ্রমিক জোট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মন্টুর পরিচালনায় আরও বক্তব্য দেন- জেএসডি কেন্দ্রীয় সহ-সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু, শ্রমিক জোট কেন্দ্রীয় সহ-সভাপতি এমএ আউয়াল, আবুল হোসেন মিয়া, প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুউদ্দিন, শ্রমিক জোট কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক নুরুল আমিন, দপ্তর সম্পাদক এসএম ওমর ফারুক সেলিম, মহানগর নেতা এসএম মনিরুজ্জামান মনির, মাইনুল আলম রাজু, মোতাহার হোসেন মোল্লা, সাহাবুদ্দিন মল্লিক, সেলিম চৌধুরী, মো. বিল্লাল হোসেন, ছাত্রনেতা মো. রুবেল।

সভাশেষে শ্রমিক জোট এর পক্ষ থেকে একটি লাল পতাকা শ্রমিক মিছিল প্রেসক্লাব থেকে গুলিস্তান জেএসডি চত্বর এসে শেষ হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম