Logo
Logo
×

অন্যান্য

যুবদল নেতার মৃত্যু নিয়ে পু‌লি‌শের বক্তব্য অগ্রহণযোগ্য: এমএসএফ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪, ০৮:৩৮ পিএম

যুবদল নেতার মৃত্যু নিয়ে পু‌লি‌শের বক্তব্য অগ্রহণযোগ্য: এমএসএফ

যুবদল নেতা আকরাম হোসেন

ঠাকুরগাঁওয়ে হরিপুর থানা হেফাজতে যুবদল নেতা আকরাম হোসেনের মৃত্যুর ঘটনায় পুলিশ যে বক্তব্য দিয়েছে তা ‘গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।

মঙ্গলবার এমএসএফের প্রতিষ্ঠাতা সভাপতি সুলতানা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মানবাধিকার সংগঠনটির অবস্থান তুলে ধরা হয়।

আকরাম হোসেন হরিপুর উপজেলা যুবদলের সদস্যসচিব ছিলেন। রোববার রাতে আকরামকে ধরে থানায় নিয়ে আসে পুলিশ।

সোমবার দুপুরে অসুস্থ অবস্থায় হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ওই যুবদল নেতা মারা যান বলে ভাষ্য ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের।

চিকিৎসকের বরাতে পুলিশ সুপারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে আকরাম মারা গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শাহনুজ্জামান বলেন, দুপুর ১টা ৪৫ মিনিটে আকরামকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।

এমএসএফ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমুজ্জামান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হাসপাতা‌লে নি‌য়ে আসার আগে আকরাম হোসেনের মৃত্যু হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম