Logo
Logo
×

অন্যান্য

‘সরকার ক্ষমতা আর বেশিদিন দীর্ঘায়িত করতে পারবে না’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ মার্চ ২০২৪, ১১:০২ পিএম

‘সরকার ক্ষমতা আর বেশিদিন দীর্ঘায়িত করতে পারবে না’

গণসংহতি আন্দোলনের নেতারা বলেছেন, ‘অর্থপাচার ও সিন্ডিকেটের পাহারাদার হয়ে এই সরকার দিনে-দিনে জনগণের বিপক্ষে গিয়ে, ভোট ডাকাতির মাধ্যমে তার ক্ষমতা আর বেশিদিন দীর্ঘায়িত করতে পারবে না। জনগণ এই অবৈধ সরকারের পতন ঘটাবে।’

‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংক লোপাট ও অর্থপাচার’ এর প্রতিবাদে শুক্রবার বিকাল সাড়ে চারটায় মিরপুর ১১ সম্বরে সড়কে গণসংহতি আন্দোলন মিরপুর অঞ্চলের বিক্ষোভ সমাবেশে নেতারা এসব কথা বলেন।

এতে নেতারা বলেন, ‘আওয়ামী দুঃশাসনকালে মানুষের ন্যূনতম মৌলিক অধিকার ভীষণভাবে খর্ব করা হয়েছে।একদিকে ভোটাধিকার হরণ করা হয়েছে পাশাপাশি দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রা নাজেহাল করেছে।শুধু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিই নয়, সরকারের লুটেরা জ্বালানি নীতির কারণে গ্যাস, বিদ্যুতের দামও বৃদ্ধি করা হয়েছে। ফলে জনগণ অবর্ননীয় কষ্টের মুখে পতিত হয়েছে।’ 

‘দ্রুত এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও অর্থপাচার’ এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানান নেতারা।

তারা আরও বলেন, ‘গত ২৮ ফেব্রুয়ারি গণতন্ত্র মঞ্চের সচিবালয় ঘেরাওয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি, ব্যাংক লোপাট ও অর্থপাচারের প্রতিবাদ কর্মসূচিতে গণসংহতি আন্দোলনের প্রধান সমম্বয়কারী জোনায়েদ সাকিসহ অসংখ্য নেতাকর্মীকে পুলিশ আহত করে। আমরা বলতে চাই, ন্যায্য আন্দোলনে হামলা-গুম-খুন করে আমাদের দমিয়ে রাখা যাবে না। সমস্ত অন্যায়-অবিচারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবই।’ 

মিরপুর অঞ্চলের যুগ্ম আহ্বায়ক রতন তালুকদারের সভাপতিত্বে ও প্রদীপ রায়ের সঞ্চালনায় বক্তব্য দেন- ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মো. সেলিমুজ্জামান, মিরপুর অঞ্চলের সংগঠক আশরাফুল আলম নোমান, আইনুল হক প্রমুখ। 

আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, পেশাজীবী সংহতির কাঁকন বিশ্বাস, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অনুপম রায় রূপক প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম