Logo
Logo
×

অন্যান্য

রাজধানীতে এলডিপির লিফলেট বিতরণ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২১ পিএম

রাজধানীতে এলডিপির লিফলেট বিতরণ

দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি ও অবৈধ ডামি সংসদ বাতিলের দাবিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। 

রোববার রাজধানীর বিজয়নগর থেকে গণসংযোগ শুরু হয়ে পল্টন থেকে প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

এ সময় এলডিপির যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি নিত্যপণ্যের উর্ধ্বগতি, ভারতীয় পণ্য বর্জনসহ ডামি সংসদ বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করেন।

আরও উপস্থিত ছিলেন- এলডিপির উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক নিলু, প্রকাশনা সম্পাদক ঢাকা মহানগর উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, দক্ষিণের সভাপতি আবুল কালাম আজাদ, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সভাপতি নূরে আলম, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক সাংস্কৃতিক দলের যুগ্ম আহবায়ক মাসুদসহ প্রমুখ।
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম