Logo
Logo
×

অন্যান্য

‘শিক্ষায় নৈতিকতা সংকটের ফল জাবিতে স্বামীকে বেঁধে স্ত্রীর ওপর পৈশাচিকতা’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৩ পিএম

‘শিক্ষায় নৈতিকতা সংকটের ফল জাবিতে স্বামীকে বেঁধে স্ত্রীর ওপর পৈশাচিকতা’

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ‘বর্তমান শিক্ষানীতি ও পাঠ্যক্রম নিয়ে পুরো জাতি আজ উদ্বিগ্ন। নতুন পাঠ্যপুস্তকে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতাকে বিসর্জন দেওয়া হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের নৈতিকভাবে দুর্বল করার জন্য পাঠ্যক্রমে শরীফার গল্প ঢুকানো হয়েছে। ’

তিনি বলেন, ‘শিক্ষায় নৈতিকতার সংকটের ফল হচ্ছে সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রলীগের নেতাদের দ্বারা স্বামীকে বেঁধে স্ত্রীর ওপর পৈশাচিকতার ঘটনা। ৯০ ভাগ মুসলমানের দেশে এ ধরনের বিতর্কিত শিক্ষা ব্যবস্থা চলতে পারে না। এ অনৈতিক শিক্ষাক্রমের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

শুক্রবার রাজধানীর বিজয়নগরস্থ মজলিস মিলনায়তনে খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের ‘মজলিসে শুরার অধিবেশন’-এ আবদুল কাদের এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা প্রতিরোধে বর্তমান সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। ভারত সীমান্তে বাংলাদেশ নাগরিকদের হত্যাকাণ্ড থামছে না। এখন মিয়ানমার সীমান্তেও বাংলাদেশি নাগরিকরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। বর্তমান সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে।’  

খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অধ্যাপক মো. আবদুল জলিল, দক্ষিণের সহ-সভাপতি হাফেজ মাওলানা নূরুল হক, মাওলানা ফারুক আহমদ ভুঁইয়া, মো. আবদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মুফতি সাইফুল হক, বায়তুলমাল সম্পাদক মুহা. সেলিম হোসাইন প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম