Logo
Logo
×

অন্যান্য

ইসলামী আন্দোলনের গোলটেবিল বৈঠকে নেতারা

‘দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৮ পিএম

‘দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ’

‘সীমান্তে একের পর এক মানুষ মরছে। পার্শ্ববর্তী দেশের নিরাপত্তা বাহিনী অন্যায়ভাবে বাংলাদেশি নাগরিকদের হত্যা করছে। এসব ঘটনায় সুষ্ঠু বিচার হচ্ছে না। সরকার কড়া ভাষায় প্রতিবাদও করতে পারছে না। চরম হুমকির মুখে বাংলাদেশ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ প্রশ্নবিদ্ধ।’ 

বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসব কথা বলেন।

‘জাতীয় বহুমুখী সংকট উদ্ঘাটন ও নিরসনকল্পে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা’ শীর্ষক বৈঠকে সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল অংশ নেয়। 

বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দেশের বর্তমান অবস্থা অত্যন্ত ভয়াবহ। পাকিস্তানিদের আমরা যেজন্য পরিত্যাগ করেছি, তার চেয়ে ভয়াবহ বর্তমান সরকার। সারা দেশে নারী অপহরণ ধর্ষণ, খুন-খারাবি, গুম, দুর্নীতি ভয়াবহ রূপ নিয়েছে। এমতাবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ ছাড়া বিকল্প নেই। এখন সম্মিলিতভাবে সরকারের বিরুদ্ধে ধাক্কা দিতে হবে।’ 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ। সীমান্তে বিএসএফ যেভাবে বিজিবিসহ বাংলাদেশের নাগরিকদের হত্যা করছে। বাংলাদেশিদের ধরে নিয়ে যাচ্ছে তা নিয়ে আমরা গভীর উদ্বিগ্ন। ইসলাম ও ইসলামী মূল্যবোধ হুমকির মুখে।’

জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, ‘এই দেশ এবং জাতিকে বাঁচানোর জন্য সবার ঐক্য প্রয়োজন। এ দেশের হাজারো বিরোধী দলের নেতারা জেলখানায় আটক। যদিও তাদের মনে বিন্দুমাত্র হতাশা নেই। আমি মনে করি, বিগত দিনের আন্দোলনগুলো কোনোভাবে ব্যর্থ হয়নি।’

গণফোরামের (মন্টু) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘পুরো দেশটাই ইবলিশ শয়তানের হাতে পড়ে গেছে। এখন দেশটাকে কিভাবে রক্ষা করতে হবে সে বিষয়ে আলোচনা করতে হবে।’ 

ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও সহকারী মহাসচিব হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে বক্তৃতা করেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, এবি পার্টির মহাসচিব মজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের (একাংশ) আহ্বায়ক কর্নেল অব. মশিউজ্জামান, এনডিমের ববি হাজ্জাজ, সাবেক সচিব ও বালাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. ইয়াকুব হোসেন, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি ড. মাওলানা খলিলুর রহমান মাদানি, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নাকিব মোহাম্মদ নসরুল্লাহ প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম