বুদ্ধিজীবীদের হত্যার পেছনে কারা ছিল বের করা দরকার: নুর
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৬ পিএম
বুদ্ধিজীবীদের হত্যার পেছনে কারা ছিল- তা গবেষণা করে বের করা দরকার বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ‘পাকিস্তানিরা যখন কোণঠাসা, আত্মসমর্পণ করবে; ঠিক সে সময় কারা জাতিকে মেধাশূন্য করার এই নীলনকশা করলে- এগুলো নিয়ে বিস্তর গবেষণা হওয়া দরকার।’
বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা গণঅধিকার পরিষদের (একাংশ) পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘যে উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষ জীবন দিয়েছেন ৫৩ বছরেও মানুষের সে স্বপ্ন পূরণ হয়নি। এই বাংলাদেশ দেখার জন্য দেশের কৃষক-শ্রমিক আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধ করেনি। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের পরিপন্থি কাজ করছে আওয়ামী লীগ। রাজনীতি সঠিক পথে না থাকায় দেশ মুক্তিযুদ্ধের উল্টো পথে চলেছে।’
আগামী ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘৭ জানুয়ারি নির্বাচনের নামে সরকার একটা নির্বাচন নির্বাচন খেলার আয়োজন করেছে। সেখানে পক্ষ দল, বিপক্ষ দল, খেলোয়াড়, অ্যাম্পায়ার সবই তারা।’
শ্রদ্ধা নিবেদনে নুরের সঙ্গে আরও ছিলেন- গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শহিদুল ইসলাম ফাহিম, আব্দুজ জাহের, সহ-সভাপতি জাফর মাহমুদ, যুগ্ম সাধারণ রবিউল ইসলাম, জিলু খান, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইলিয়াস মিয়া, পেশাজীবী বিষয়ক সম্পাদক রেজওয়ানসহ দলের নেতাকর্মীরা।