Logo
Logo
×

অন্যান্য

তফশিল প্রত্যাখ্যান করে যা বললেন আ স ম রব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৩, ০৬:৪৪ পিএম

তফশিল প্রত্যাখ্যান করে যা বললেন আ স ম রব

চরম বিরোধপূর্ণ পরিস্থিতিতে নির্বাচন কমিশন কর্তৃক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফশিল প্রত্যাখ্যান করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তফশিল প্রত্যাখ্যান করেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

বিবৃতিতে বলা হয়, ‘বিরোধী দলকে নিশ্চিহ্ন করে একতরফা নির্বাচনের মাধ্যমে অবৈধ ক্ষমতা ধরে রাখার নীলনকশা, দেশের গণতন্ত্র ও মুক্তিকামী জনগণ কোনোভাবেই মেনে নেবে না। সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনে সরকারি দল কোনোভাবেই বিজয় লাভ করতে পারবে না, নিশ্চিত ও প্রত্যাশিত এই পরাজয় জেনেই ভোটারবিহীন নির্বাচন আয়োজনের আবারও পাঁয়তারা করছে। যা রাষ্ট্রের স্থিতিশীলতা এবং অগ্রগতিকে চরম ঝুঁকিপূর্ণ এবং রাজনীতিকে সংঘাত-সংঘর্ষের দিকে ঠেলে দেবে।’

এতে বলা হয়, ‘জনগণের সম্মতি ও সমর্থনবিহীন ক্ষমতা ধরে রাখা- সরকারের মারাত্মক ব্যাধিতে পরিণত হয়েছে। ফলে গণআকাঙ্ক্ষা ও গণতন্ত্রের প্রতি সরকারের ন্যূনতম শ্রদ্ধা নেই। এই অবস্থায় বিরোধী দলের ওপর অব্যাহত পুলিশি অভিযান চালিয়ে গ্রেফতার, হামলা, মামলা, দমন-পীড়ন ও সরকারের অসাংবিধানিক এবং অমানবিক আচরণের প্রেক্ষিতে একতরফা নির্বাচন প্রতিহত করার লক্ষ্যে- জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে নতুন একটা সমীকরণ তৈরি হচ্ছে এবং গণবিক্ষোভের পরিসর বৃদ্ধি পাচ্ছে।’

বিবৃতিতে নেতারা আরও বলেন, ‘এই আন্দোলনে গণশক্তির অপরাজেয় উত্থান ও গণবিস্ফোরণে পাতানো নির্বাচনি প্রহসনকে প্রতিহত করে জনগণের বিজয় সুনিশ্চিত হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম