Logo
Logo
×

অন্যান্য

শনিবারের সমাবেশে বাধা দিলে সরকারের জন্য বুমেরাং হবে: এবি পার্টি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ১১:২৯ পিএম

শনিবারের সমাবেশে বাধা দিলে সরকারের জন্য বুমেরাং হবে: এবি পার্টি

অতীতের মতো সরকার আবারও বিরোধী দলগুলোর কর্মসূচি বানচালের জন্য মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। দলটি বলছে, শনিবারের সমাবেশে বাধা দিলে তা সরকারের জন্য বুমেরাং হবে। বুধবার দুপুরে রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি কমিটির সভায় পার্টির নেতারা এ কথা বলেন।

রাজধানীর বিজয়নগরে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার গণতন্ত্র সমাবেশ করবে এবি পার্টি। এ লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেন-গ্রেফতার, হুমকি, ধমকি ও পথে পথে বাধা সৃষ্টি করে ঢাকামুখী মানুষের স্রোত রুখে দেওয়ার জন্য তারা (ক্ষমতাসীন আওয়ামী লীগ) নোংরা খেলায় মেতে ওঠার ইঙ্গিত দিচ্ছে।

সভায় আরও বক্তৃতা করেন, পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বিএম নাজমুল হক, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, আমিনুল ইসলাম, আব্দুল বাসেত মারজান, সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, গাজীপুরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আলমগীর হোসাইন, সদস্য সচিব এম আমজাদ খান, অ্যাডভোকেট সাঈদ নোমান, ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম