Logo
Logo
×

অন্যান্য

আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: মান্না

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩, ০৯:৫০ পিএম

আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা বিজয়ের দ্বারপ্রান্তে। এবারের লড়াই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার লড়াই। এবারের লড়াই জনগণের অর্থনৈতিক মুক্তির লড়াই। এই লড়াইয়ে জিততেই হবে। 

রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে যোগদান করে এক আলোচনা সভায় মঙ্গলবার তিনি এসব কথা বলেন।  

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, এখন আর পেছনে ফেরার সময় নেই। সামনে কেবল শেষ লড়াই। দখলদার সরকার দেশে, বিদেশে বন্ধুহীন, এতিম হয়ে পড়েছে। গণতন্ত্রকামী মানুষ জেগে উঠেছে। ২৮ অক্টোবর থেকে শেষ লড়াইয়ের শুরু। একের পর এক এমন কর্মসূচি দেব, ওরা পালানোর পথ পাবে না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাবেক মিলনায়তন সম্পাদক সৈয়দ মাহবুব ই জামিল ও ব্যবসায়ী এমএ শাক্কুর আলম ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার বেশ কয়েকজন নাগরিক ঐক্যে যোগ দেন। দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না তাদের ফুল দিয়ে স্বাগত জানান। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম