Logo
Logo
×

অন্যান্য

সরকারকে পদত্যাগ করতেই হবে: চরমোনাই পীর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:০১ পিএম

সরকারকে পদত্যাগ করতেই হবে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, সরকারকে পদত্যাগ করতেই হবে- এর বিকল্প নেই। জনগণ যেভাবে ফুঁসে উঠছে, তাতে সরকারের আখের রক্ষা হবে না। সরকার একতরফা নির্বাচনের পথে হাঁটলে দেশকে ভয়াবহ সংঘাতে নিয়ে যাবে। 

সংঘাত থেকে দেশকে রক্ষায় ক্ষমতা ছেড়ে দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে চরমোনাই পীর বলেন, দেশ ভয়াবহ সংঘাতের মুখে নিপতিত। তফসিল ঘোষণার পূর্বেই জাতীয় সংসদ ভেঙে দিতে হবে। একতরফা নির্বাচনের আয়োজন করলে নির্বাচন কমিশনকে চরম খেসারত দিতে হবে। এজন্য নির্বাচন কমিশনকে একতরফা নির্বাচনের আয়োজন করা থেকে বিরত থাকতে হবে।

শুক্রবার বাদ জুমা রাজধানীর মিরপুর-১ ঈদগাহ মাঠে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। 

এ সময় চরমোনাই পীর ৭ অক্টোবর ঢাকায় সমাবেশ, ১৩ অক্টোবর ঢাকায় শ্রমিক সমাবেশ, ২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র যুব-সমাবেশ এবং অক্টোবর ও নভেম্বরে সারা দেশে ইউনিয়ন ইউনিয়নে সদস্য সম্মেলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম